ভোক্তাকন্ঠ ডেস্ক: অবশেষে স্বাভাবিক হচ্ছে শাবিপ্রবির কার্যক্রম। আগামীকাল সোমবার থেকে শিক্ষার্থীদের আবাসিক হল খোলার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাবিপ্রবির সিন্ডিকেট সদস্যদের নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইশফাকুল ইসলাম।
তিনি জানান, আগামীকাল ১৪ ফেব্রুয়ারি আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। পর দিন যথারীতি অনলাইনে ক্লাস শুরু হবে এবং সরকারের কোনো বিধিনিষেধ না থাকলে ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে কার্যক্রম চলবে।