নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদিন স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে প্রতিযোগিতামূলক নানা আয়োজন করতে বলা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে মাউশি।
এতে বলা হয়, সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে হবে।
এছাড়া দিবসটির সঙ্গে সংগতি রেখে কবিতা, গল্প, সৃজনশীল লেখা ও ছবি আঁকাসহ শেখ রাসেল দেয়ালিকায় শিক্ষার্থীদের উপস্থাপন করতে বলা হয়েছে।
আরও বলা হয়, যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে মাউশি আওতাধীন সব শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে এটি পালন করতে হবে।