স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার বিকালে এই ফলাফল প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) থেকে ফল সংগ্রহ করতে পারবে ভর্তিচ্ছুরা।
গত ১৭ অক্টোবর দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে একযোগে ২৬ কেন্দ্রে পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ৯০১ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।