ভোক্তাকণ্ঠ ডেস্ক: শৈত্যপ্রবাহের কারণে বৃহস্পতিবার পঞ্চগড় জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার কোনো ঘোষণা জানা যায়নি।
বৃহস্পতিবার তেঁতুলিয়া পর্যবেক্ষণাগারের প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। এমতাবস্থায় জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শুধুমাত্র শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানিয়েছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজজামান।
তিনি বৃহস্পতিবার সকালে এই চিঠি ইস্যু করেন। তবে তিনি আগামী রোববারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি।
এদিকে, এই চিঠির ঘোষণা বেলা ১১টার পর পাওয়ার আগেই অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে চলে আসে।
কয়েকজন প্রধান শিক্ষক জানান, আবহাওয়ার রিপোর্টটা সকাল ৯টায় প্রকাশ করা হয়। এই রিপোর্টের পর বিদ্যালয় বন্ধ বা চালু রাখার কথা। কিন্তু এমন খবর পাওয়ার আগেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে হাজির হয়েছে। কাজেই এ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া হলে ভালো হয়।