ভোক্তাকন্ঠ ডেস্ক:
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
শনিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে ধানমন্ডির ৯ নম্বর সড়কের সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে ই-ক্যাবের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ উপলক্ষে কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
দুই বছরের জন্য ই-কমার্স খাতের নেতৃত্ব দিতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ই-কমার্স খাতের এই সংগঠনের ভোটার সংখ্যা ৭৯৫। প্রার্থীরা লড়বেন ৯টি পদের বিপরীতে। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য সম্ভাবনাময় এই খাতটির নেতৃত্বে থাকবেন।