পবিত্র শবের বরাতের ছুটিতে আগামী ৩০ মার্চ (মঙ্গলবার) বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। জাগো নিউজ টুয়েন্টি ফোরের মাধ্যমে জানা যায়, সোমবার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট-সুপারভিশন বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, ‘আগের নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ মার্চ সোমবার শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিলো। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র শবে বরাতের ঘোষিত ছুটি ২৯ মার্চ সোমবারের পরিবর্তে ৩০ মার্চ মঙ্গলবার ঘোষণা করা হয়।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে এ অধিদফতর সবসময় সাধুবাদ জানায়। ভোক্তা ও ব্যবসাবান্ধব একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।