নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট নগরীতে গত রোববার ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর ।
এসময় টাইগার গুঁড়া মসলার মোড়কে ভেজাল মসলা বিক্রিসহ নানা অভিযোগে ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
অভিযানে নেতৃতদানকারী সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় একটি দোকানে টাইগারের মোড়কে নকল মসলা পাওয়া যায়।
তাই ওই দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ৷ শ্যামল পুরকায়স্থ বলেন, আমাদের কাছে তথ্য ছিল টাইগারের আদলে নকল মসলা বিক্রি হচ্ছে সিলেট নগরীতে । তাই অভিযানে নামি।
একটি দোকানেই কেবল ভেজাল মসলা পাওয়া যায় ৷ মোড়ক হুবহু টাইগার কোম্পানির । কিন্তু অন্য একটি প্রতিষ্ঠানের সেলসসম্যান এসব মসলা বাজারজাত করছে। অবশ্য তাদের কাউকে পাওয়া যায়নি। তখন দোকান মালিককে জরিমানা করা হয়েছে।