৯ মে বৃহস্পতিবার, ঢাকাঃ পবিত্র রমজান মাসেও অতি মুনাফার লোভে নামীদামী ব্যবসা প্রতিষ্ঠান নিয়মের তোয়াক্কা করছেনা। তার প্রমানই পাওয়া গেল রোজার দ্বিতীয় দিনে গতকাল বুধবার সুপার শপ আগোরা ও বেঙ্গল মিটে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত ও রোজায় নজরদারির জন্য ঘোষিত অঞ্চল ১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে কাকরাইলের আগোরা সুপার শপ ও বেঙ্গল মিটের মগবাজার শাখায় গত ৬ মে সিটি কর্পোরেশন কর্তৃক পুনঃনির্ধারিত উচ্চমূল্যের চাইতেও বেশী দামে গরুর মাংস বিক্রি করায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগোরা ভারতীয় গরুর মাংস দেশী গরু বলে ৫২৫ টাকা কেজি দরে বিক্রি করছিল।
বেঙ্গল মিট প্রতারণার এক নতুন কৌশল গ্রহণ করেছে দৃশ্যত। প্রতিষ্ঠানটি ‘প্রিমিয়াম’ নামে ৬৩৫ টাকা কেজি দরে একটি শ্রেণী বানিয়েছে যেটায় তুলনামূলকভাবে কিছুটা হাড় কম থাকে, আবার একইসাথে সিটি কর্পোরেশন নির্ধারিত ৫২৫ টাকা কেজি দরের মাংসে দেখা যায় প্রায় সবই হাড় ও চর্বিসহ সামান্য মাংস। স্মর্তব্য, গত ২৩ মে ২০১৮ সালেও রোজার মাসে বেঙ্গল মিট অতিরিক্ত মূল্য রাখায় জরিমানার সম্মুখীন হয়েছিল। উপস্থিত ক্রেতাদের অনেকেই এসময় ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে বারবার জরিমানা আদায়ে এসব অর্থপিশাচ অতিলোভী ব্যবসায়ীদের আদৌ নিয়ন্ত্রণ সম্ভব কিনা?