জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৬টি টিম মোহাম্মদপুর, লালবাগ ও হাজারীবাগ এলাকায় কোরবানির পশুর কাঁচা চামড়া ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহন কার্যক্রমে অনিয়ম রোধে অভিযান পরিচালনা করা হয়।
কোরবানির পশুর কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় সংরক্ষণ ও পরিবহন কার্যক্রমে অনিয়ম রোধে বিশেষ তদারকি করা হয়।
ঈদের দিন থেকে পাঁচ দিন এ অভিযান চলবে।
বিশেষ এ অভিযানে কোরবানির পশুর কাঁচা চামড়া নিয়ে কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,জানান অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা।
সরকার থেকে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা
নির্ধারণ করে দিয়েছে।
প্রতিদিনই অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার হচ্ছেন। নেই কোন প্রতিকার। ভোক্তাদের হয়রানি বন্ধে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাথে কাজ করছে ভোক্তাকণ্ঠ।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৭৬ (১) অনুযায়ী, “যে কোন ব্যক্তি, যিনি, সাধারণভাবে একজন ভোক্তা হইতে পারে।
অনিয়ম রোধে অভিযান
ভুক্তভোগীর দাবী তাদের প্রত্যেকেই এইরুপ প্রতারণার শিকার হয়েছে। ভুক্তভোগী এমন প্রতারণার বিরুদ্ধে অভিযোগ করে এর প্রতিকার চান।
ভুক্তভোগী তাবাসসুম জাহান তার অভিযোগে আরো উল্লেখ করেন
উনি সহ এরূপ আরো দশ জন সেই হোলসেলার সুজানা বিনতে নামক একটি ফেসবুক আইডির নিকট পণ্য অর্ডার করেছে।
সোশ্যাল মিডিয়ায় বেড়েছে প্রতারণার হার। সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক)
হোলসেলার সেজে চায়না থেকে অর্ডারকৃত পণ্য কাস্টমস থেকে এনে দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারণা চক্র।