কুষ্টিয়া, ১ জুলাই সোমবারঃ আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর বাজারে জাহাঙ্গীর হোটেলের মালিক নজরুল ইসলামকে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিক্রয়ের দায়ে, জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা ৪৩ অনুসারে ২০০০/-টাকা জরিমানা ও আদায় করা হয়।
উজ্জ্বল মিষ্টান্ন ভান্ডারের মালিক উজ্জ্বলকে মূল্য তালিকা না থাকায় ও অপরিচ্ছন্ন পরিবেশ খাদ্যপণ্য তৈরির অপরাধে, জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা ৩৮ এবং ধারা ৪৩ অনুসারে ৫০০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
রুমন কনফেকশনারী মালিক মহিউদ্দিনকে খাদ্যপণ্য তৈরিতে এ্যামোনিয়া মিশ্রনের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় ১০,০০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এই বাজার অভিজানে জেলা বাজার কর্মকর্তা, জেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।