অব্যবস্থাপনা ও মানে দুর্বল কিন্তু প্রবৃদ্ধির হার ব্যাপক

বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বর্তমানে বার্ষিক প্রবৃদ্ধির হার ১৬ শতাংশ এবং বেসরকারি খাতের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবার সম্মিলিত আকার দাঁড়িয়েছে ২৭ হাজার কোটি টাকার কাছাকাছি।

২০১৯ সালে এক জরিপ চালিয়ে দেখা যায় স্বাস্থ্য খাতে বেসরকারি হাসপাতাল ও সেবাপ্রতিষ্ঠানের সংখ্যা
প্রতি বছরই বাড়ছে। ২০১৮ সালের জুন পর্যন্ত দেশে ব্যক্তিমালিকানার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ১৬ হাজার ৯৭৯টি।

এর মধ্যে রোগ নির্ণয় কেন্দ্র ১০ হাজার ২৯১টি, হাসপাতাল ৪ হাজার ৪৫২টি ও মেডিকেল ক্লিনিক ১ হাজার ৩৯৭টি।
এছাড়া দেশে বর্তমানে ৮৩৯টি বেসরকারি ডেন্টাল ক্লিনিকও রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জরিপটি পরিচালনা করে।

বিবিএস এসব প্রতিষ্ঠানের সবগুলোকেই জরিপের আওতায় এনেছে। ২০১৮ সালে সারা দেশে বেসরকারি
হাসপাতালের সংখ্যা দাঁড়ায় ৪ হাজার ৪৫২। সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে এর পরিমাণ দাঁড়ায় ২৬ হাজার ৭৩৭ কোটি ১৪ লাখ টাকায়।

আগের বছরের তুলনায় প্রবৃদ্ধির হার প্রায় ১৬ শতাংশ। এ প্রবৃদ্ধির পেছনে বেসরকারি স্বাস্থ্যসেবার
ক্রমাগত চাহিদা বৃদ্ধিকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা।

বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল মালিক সমিতির সভাপতি এমএ মবিন খান মনে করছেন,
বেসরকারি স্বাস্থ্য খাত দেশের চিকিৎসাসেবায় ভূমিকা রাখছে । তাছাড়া বেশ কয়েকটি বেসরকারি স্বাস্থ্যসেবা
প্রতিষ্ঠান সেবা দেয়ার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রেখে চলেছে, সেটি স্বীকার করতেই হবে।

প্রায় এক কোটি মানুষ দেশের বাইরে থাকে। তারা দেশে পরিবারের সদস্যদের জন্য টাকা পাঠায়।
পরিবারের সদস্যদের ছোটবড় যেকোনো সমস্যা হলে তারা ব্যক্তি খাতেই চিকিৎসা নিতে ব্যয় করে।
মানুষ এখন এক বেলা কম খেলেও চিকিৎসকের কাছে যায়।

আশির দশকের মাঝামাঝি সময়ে সরকারি হাসপাতালে কেবিন পাওয়া ছিল আনন্দের বিষয়।
কিন্তু এখন যারাই কিছুটা সক্ষম, তারা কিন্তু সরকারি হাসপাতালে কেউ যায় না। আবার সরকারি
হাসপাতালে সেবা ফ্রি বলা হলেও সেখানে বেড পেতে লাগে ১৫ দিন, বলেন ল্যাবএইড গ্রুপের এমডি
ডা. এএম শামীম।

গ্রুপের এমডি ডা. এএম শামীমঃ

তিনি আরও বলেন, সরকারি চিকিৎসাসেবার অপ্রতুলতা ও অপর্যাপ্ততার কারণেই মানুষ বেসরকারি হাসপাতালের
দিকে ঝুঁকে পড়ছে। তবে সব বেসরকারি হাসপাতালেরই চিকিৎসার মান ভালো নয়। ১০-২০টি হাসপাতাল ভালো,
কিন্তু সব হাসপাতাল ভালো না। এ জায়গাটিতে কাজ করতে হবে। ভারতে এখন পৃথক কর্তৃপক্ষ হয়েছে, যাদের
অ্যাক্রেডিটেশন নিয়ে কাজ করতে হয়। ওই কর্তৃপক্ষের কর্মযজ্ঞের মাধ্যমে মান নিয়ন্ত্রণ হয়।

প্রতিবেদনে উঠে এসেছে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থার চিত্র।
সংস্থাটি জানিয়েছে, মাত্র ৪৬ শতাংশ বেসরকারি হাসপাতাল কঠিন চিকিৎসা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে।
পরিবেশের কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা না করে খোলা জায়গায় কঠিন চিকিৎসা বর্জ্য ফেলে প্রায় ৩৬ শতাংশ প্রতিষ্ঠান।

অন্যদিকে কোনো ধরনের পরিশোধন না করেই তরল বর্জ্য নর্দমা/নালায় ফেলছে প্রায় ৪৩ শতাংশ হাসপাতাল।
সাড়ে ৬ শতাংশ হাসপাতাল তাদের তরল বর্জ্য কোনো ধরনের পরিশোধন না করেই নদীতে বা খালে ফেলছে।

আরো সংবাদ পড়ুনঃ ফাল্গুনী শপের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই, অতঃপর আলি এক্সপ্রেসও নাম লেখালো!

ভোক্তাকণ্ঠ

অব্যবস্থাপনা ও মানে দুর্বল অব্যবস্থাপনা ও মানে দুর্বল