ঢাকা, ২১ আগস্ট বুধবারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা কার্যালয় কর্তৃক, ফার্মগেট এলাকায় এক তদারকি অভিযান পরিচালনা করেছেন। অধিদপ্তরের উপ পরিচালক আবদুল জব্বার মণ্ডল এসময় হলিক্রস স্কুল এন্ড কলেজ এর পাশে অবস্থিত আশিক ফাস্টফুডকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ জেলি, সস ইত্যাদি বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৩০ হাজার টাকা, রৌশনী ফাস্টফুডকে পাউরুটি, কেক এর প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ না লেখার অপরাধে ২০ হাজার টাকা এবং আনন্দ হোটেল অ্যান্ড রেস্টূরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়সহ প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।