খুলনা, ১৯ মে রবিবারঃ খুলনা মহানগরের বিভিন্ন প্রতিষ্ঠানে মানা হচ্ছে না ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অথবা নীতিমালা। নগরের ফুলবাড়ি গেটের ঐশী এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে গ্রাহককে সেবা প্রদানে অবহেলা করে আসছিলো । পাশের দোকান জনতা গ্যাস চুলা সেন্টার নির্দিষ্ট সেবা প্রদান না করায় ভোক্তাদেরকে পড়তে হচ্ছিলো বিভিন্ন রকমের সমস্যায় ।
এ ধরনের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, আজ রোববার খুলনা মহানগরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা কার্যালয়ের বিশেষ দল সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ধারা ৫৩ অনুযায়ী মোট ২৫০০ টাকা জরিমানা করেন। এছাড়াও পার্শ্ববর্তী দুটি প্রতিষ্ঠান সিরাজ স্টোর এবং বাংলাদেশ বেকারীকে ধারা ৪৫ অনুযায়ী প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে উভয় প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।