আমানা বিগ বাজারকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী আমানা বিগ বাজার নামের প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আমানা বিগ বাজার লি. নামের প্রতিষ্ঠানটির ঘরণী ব্রান্ডের হলুদগুড়া, জিরাগুড়া, ধনিয়াগুড়া, মেমোরী চিড়া ভাজা, আমানা ব্রান্ডের মিক্সড ডাল, বিপিএম খেসারির ডাল, দিগন্ত চিনা বাদাম, কাঠ বাদাম, ইসপগুল, লবঙ্গ, আমানা এলাচ, দিগন্ত এলাচ, মেমোরী মিষ্টি মোনেক্কা, হাইকো দারচিনি, রেডকাউ বাটার ওয়েল, আড়ং কালিজিরা ন্যাচারাল সুগন্ধি চাল, বিডি লাচ্চা সেমাই, কাজী ফার্মস কিচেন ব্রান্ডের ড্রাই ফিস পণ্যের পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ না থাকায় এবং ০৪টি ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন।

আরইউ