স্বাস্থ্যবিধি না মেনে গরুর হাট পরিচালনার অভিযোগে গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার দুইটি হাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এসময় একটি হাটের ইজারাদারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার বলখেলার মাঠ গরুর হাটে অভিযানে যান। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে গরুর হাট পরিচালনার অভিযোগে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে হাটের ইজারাদার বেলায়েত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে হাট বন্ধের নির্দেশ দেন। পরে গরুর হাটটি ভেঙ্গে যায়।
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, একইদিন দুপরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে স্বাস্থ্যবিধি না মেনে গরুর হাট পরিচালনা করলে তা বন্ধের নির্দেশ দেয়া হয়। এসময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান, সেনাবাহিনী সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড – VoktaKantho.com