নিজস্ব প্রতিবেদক:
বাধ্যতামূলক গ্লাস টেবিল ওয়্যার পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের রাজধানীর একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই)।
রবিবার ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক গ্লাস টেবিল ওয়্যার পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। পরে সেই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মো: মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
আরইউ