বুধবার সকাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করা হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষ্যে বুধবার ছুটি থাকায় বন্দরে কোনো ধরনের কার্যক্রম হচ্ছে না। তবে বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
এনএইচ