কিশোরগঞ্জ, ২২ আগস্ট বৃহস্পতিবারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার তদারকি অভিযানে,মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য রাখার দায়ে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একইসাথে ধ্বংস করা হয়েছে জব্দ করা পণ্য।
জানা গেছে, মির্জাপুর বাজারের রতন স্টোর, অনিল সাহা স্টোর ও জালাল খান স্টোর নামের দোকান গুলোকে। নিম্নমানের জুস, চিপস, আচার ও মসলা রাখায় রতন স্টোর ও অনিল সাহা স্টোরকে পাঁচ হাজার টাকা করে এবং মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস, ঘি ও সরিষার তেল রাখায় জালাল খান স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক ইব্রাহীম হোসেনের নেতৃত্বে পরিচালিত আজকের তদারকি অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ সদস্যসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।