খুলনা, ২৩ মে বৃহস্পতিবারঃ খুলনা মহানগরের বিভিন্ন ফার্মেসীগুলোতে বেড়েছে ভেজাল ওষুধের রমরমা ব্যবসা। গ্রহীতাদেরকে দেওয়া হচ্ছে অনিরাপদ ওষুধ। এছাড়াও সেবাপ্রদানকারী কর্তৃক অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা সেবাগ্রহীতার অর্থ বা স্বাস্থ্যহানী ঘটানো অভিযোগও পাওয়া গিয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা কার্যালয় একটি বিশেষ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এই অভিযানটির নেতৃত্ব দেন।
এসময় লাজ ফার্মাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যে ব্যবহার-বিধি, সবোর্চ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদ লিপিবদ্ধ না করার অপরাধে ৩৭ নং ধারা অনুযায়ী লাজ ফার্মাকে ১০ হাজার, আকতার মেডিকেল হলকে ৩ হাজার ও প্রিন্সেস এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত। এছাড়া গ্রহীতাদের প্রতি অবহেলা ও দায়িত্বহীনতার কারণে মেহেদী ট্রেডার্সকে ৫৩ ধারা অনুযায়ী ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
শিকদার শাহীনুর আলম জানান, এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।