খুলনা মহানগরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত ১৬ মে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। জেলার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা ভ্রাম্যমান আদালত।
তিনি জানান, এলাকার বেশ কয়টি প্রতিষ্ঠানে আমরা এই অভিযান চালাই এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে অর্থ-দন্ডে দন্ডিত করি। এসময় রোজা বিউটি কনসেপ্ট, মা এন্টারপ্রাইজ ও জিহাদ ফার্মেসিকে (ধারা ৩৭) অনুযায়ী পণ্যের গায়ে মোড়কের ব্যবহার না করা, সংশ্লিষ্ট পণ্যের ওজন,পরিমান,উপাদান,ব্যবহার-বিধি,উৎপাদনের তারিখ ও মেয়াদ স্পষ্টভাবে লিপিবদ্ধ না করার অপরাধে এবং মুক্তি এন্টারপ্রাইজকে (ধারা ৫৩) অনুযায়ী সেবাপ্রদানে অবহেলা,দায়িত্বহীনতা ও অসতর্কতার অভিযোগে যথাক্রমে ১ হাজার, ১ হাজার ১০ হাজার এবং ৫ হাজার টাকা অর্থ-দন্ড জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।