গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার আওরাখালী এলাকায় গত ১৬ মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন জেলার সহকারী কর্মকর্তা রিনা বেগম।
তিনি জানান,এলাকার বেশ কয়টি প্রতিষ্ঠান তাদের পণ্য ক্রয়ের মূল্য প্রদর্শন করে না এবং অতিরিক্ত মূল্যে পণ্য ক্রয় করায় (ধারা নং ৩৮) তাদের জরিমানা করা হয়।এসময় (ধারা ৩৮) অনুযায়ী মমিন স্টোর, ভাই ভাই স্টোর ও নূরুল স্টোরকে যথাক্রমে ৩ হাজার ৩ হাজার ও ২ হাজার টাকা এবং মুক্তা স্টোরকে ( ধারা ৪৬) অনুযায়ী পণ্যে ওজনের কারচুপি অর্থাৎ পণ্য সরবরাহ বা বিক্রয়কালে ভোক্তাকে প্রতিশ্রুত ওজন অপেক্ষায় কম পণ্য বিক্রয় করার কারনে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত।