পহেলা বৈশাখ উপলক্ষে গুগলের হোমপেজে গেলেই আজ চোখে পড়বে কিছু রংতুলি এবং তা দিয়ে আঁকা হচ্ছে প্রাণীর প্রতিকৃতি। প্রতিকৃতির মধ্যে রয়েছে একটি বেঙ্গল টাইগারের প্রতিকৃতি অন্যটি সূর্যের । অ্যানিমেশনে দেখা যাই রংতুলি দিয়ে আঁকা হচ্ছে বাঘের চোখ এবং মুখের কিছু অংশ। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় যে সকল প্রতিকৃতি দেখা যায়, তারই অ্যানিমেটেড রূপ সার্চ বারটির ওপরে দেখা যাচ্ছে। বাহারি রঙে আঁকা ছবি গুলো মনে করিয়ে দেয় বাঙ্গালির শত বর্ষের অসাম্প্রদায়িক উৎসবের কথা।
আজ বাংলা নববর্ষের প্রথম দিনে এই প্রতীকী ছবির মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে গুগল।
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়াই বাংলা নববর্ষ আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সেই সাথে আছে লকডাউন। হইত আজ রাজপথগুলো থাকবে জনশূন্য, লাল-সাদা শাড়ি এবং পাঞ্জাবি পরে বের হবে না কেউ, রমনার বটমূলে হবেনা ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি গানের অনুষ্ঠান, সেই সাথে হবেনা মঙ্গল শোভাযাত্রাও, তবু আজ পহেলা বৈশাখ, বাঙ্গালির মনে আজ উৎসব।
ভোক্তাকণ্ঠ/এনএইচ