ভোক্তাকন্ঠ ডেস্ক:
দেশে গুগলের অফিস খোলা, পরিচালকসহ অন্যান্য পদে নিয়োগের কথা বলে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটতে পারে বলে প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন। তানভীর রহমান নামের এক তরুণের বাংলাদেশে গুগলের পরিচালক পদে নিয়োগ ও অফিস চালুর বিষয়ে খোঁজখবর করতে গেলে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে।
ওই তরুণ দাবি করেন, তিনি গুগলের বাংলাদেশ অফিসে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রমাণ হিসেবে গুগল থেকে পাওয়া একটি ‘অফার লেটার’ও পাঠিয়েছেন গণমাধ্যমে। সেটা দেখেও সংশয় প্রকাশ করেছেন এ খাতের অনেক বিশেষজ্ঞ। তারা পরামর্শ দিয়েছেন, চিঠির সত্যতা যাচাই করতে চিঠির কপি গুগলে পাঠানোর।
তানভীর রহমানের ওই ‘অফার লেটার’ দেখে গুগল বাংলাদেশের সাবেক ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট খান মো. আনোয়ারুস সালাম বলেন, ‘এটা দেখতে আসল অফার লেটারের মতোই। তবে গুগলের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো। অথবা গুগলের অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা উচিত।’
তানভীর রহমানের গুগল বাংলাদেশে নিয়োগ পাওয়ার বিষয়টির সত্যতা জানতে গত ৩১ অক্টোবর গুগলে মেইল করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি।
এদিকে তানভীর রহমানের একটি ভিজিটিং কার্ডে লেখা—মো. তানভীর রহমান, কান্ট্রি ডিরেক্টর, গুগল বাংলাদেশ। কার্ডের বাম পাশে গুগলের লোগো রয়েছে। ইউআরএল-এ লেখা www.googlebd.org এবং ই-মেইল আইডিতে তানভীরের নাম লিখে গুগলবিডি ডট ওআরজি ব্যবহার করা হয়েছে।
গুগলবিডি দিয়ে সার্চ দিলে রিডাইরেক্ট হয়ে গুগলের সার্চ পেজই আসে। এ ডোমেইনই মূলত সন্দেহ তৈরি করে। কারণ ডোমেইনটি (গুগলবিডি) গত ২৩ জুলাই কেনা হয়েছে বলে হুইজ ডট কম সূত্রে জানা গেছে।
এ বিষয়ে তানভীর রহমানের কাছে জানতে চাইলে তিনি দাবি করছেন, তিনি নিয়োগ পেয়েছেন। যুক্তরাষ্ট্রে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বাংলাদেশের বিষয়টি এখনও ঘোষণা দেওয়া হয়নি। তার দাবি অনুযায়ী ৬ নভেম্বর গুগলের ওই ঘোষণা দেওয়ার কথা ছিল।
গুগলে যোগদানের বিষয়ে রবিবার (৭ নভেম্বর) দুপুরে তানভীর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রসিডিউর চলছে। অলমোস্ট শেষ প্রায়।’ কবে নাগাদ জানা যাবে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেটা (প্রক্রিয়া) শুরু হয়ে গেছে। কবে নাগাদ হবে এটা বলবো।’
তানভীর রহমান এর আগে বলেছিলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে গুগল থেকে তার নামের ঘোষণা আসতে পারে। পরে নির্দিষ্ট করে বলেছিলেন ৬ নভেম্বর ঘোষণা আসবে। এসব বিষয় তাকে মনে করিয়ে দিলে তিনি বলেন, ‘রবিবার ওদের বন্ধ। সবকিছু প্রসিড করেই জানাবো।’
তানভীর এখনও গুগলে তার পরিচালক (বাংলাদেশে) পদ পাওয়া এবং যোগদানের বিষয়ে দাবি করে যাচ্ছেন। বলছেন, শিগগিরই জয়েন করবেন। যদিও তিনি যেসব প্রমাণ হাজির করেছেন তা তার দাবির পক্ষে জোরালো নয়।
এসব বিষয়ে কথা বলতে ৮ নভেম্বর (সোমবার) তানভীর রহমানকে ফোন করে দেখা করতে চাইলে তিনি রবিবার (১৪ নভেম্বর) দুপুরে দেখা করতে রাজি হন। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফোন করে বিষয়টি কনফার্ম করতে বললে তানভীর রহমান এই প্রতিবেদককে জানান, ‘কাল (রবিবার) সকালে আপনাকে ফোন জানাবো—রবিবার দুপুর ১টায় গুলশানের কোথায় দেখা করবো।’
ঠিকানা এসএমএস করবেন বলে জানান তিনি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ফোন করে জানান, ‘আজ (রবিবার) তিনি দেখা করতে পারবেন না। জরুরি কাজ আছে।’ কাজ শেষ করার পর দেখা করতে চাইলে তিনি বলেন, ‘আগামী শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরের পর হোটেল লা মেরিডিয়ানে আসেন। দেখা করবো।’
এ বিষয়ে জানতে চাইলে বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, ‘এর মধ্যে ঘাপলা আছে। গুগল তার ডোমেইনে কখনও গুগলবিডি ব্যবহার করবে না।’
প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা তানভীর রহমানের অফারে লেটারে অনেক অসঙ্গতি আছে উল্লেখ করে বলছেন, অফার লেটারের প্যাডে পুরনো লোগোর জলছাপ। এটাও এক ধরনের অসঙ্গতি। এসব দেখে বিষয়টিকে জালিয়াতি বলে মন্তব্য করেছেন তাদের অনেকে। কারণ হিসেবে বলছেন, গুগলের এসব ভুল করার কথা নয়।
এদিকে, মৌলভীবাজারের টিএইচ রাসেল সিংহ নামের এক তরুণ দাবি করেছেন, তিনি গুগল বাংলাদেশ অফিসে প্রজেক্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। বাংলা ট্রিবিউন রাসেল সিংহর নিয়োগপত্র ও আইডি কার্ড সংগ্রহ করে খতিয়ে দেখেছে। তাতেও অনেক অসঙ্গতি রয়েছে।
তার নিয়োগপত্র ও আইডি কার্ডে ইউআরএল হিসেবে রয়েছে গুগলবিডি ডট ওআরজি। ই-মেইল আইডিতেও একই ডোমেইন।
বাংলা ট্রিবিউন-এর প্রশ্নের জবাবে রাসেল বলেন, তিনি ভিডিও কলে গুগলে ইন্টারভিউ দিয়েছেন। তাতেই চাকরি হয়েছে। গুগলের হেড অফিস থেকে নিয়োগপত্র ও আইডি কার্ড পাঠানো হয়েছে।
নিয়োগপত্র ও আইডি কার্ড কোন মাধ্যমে হাতে পেলেন জানতে চাইলে তিনি আর কথা বলতে চাননি। গুগল বাংলাদেশ অফিসের পরিচালক দাবিদার তানভীর রহমানকে চেনেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হাই-হ্যালো পর্যায়ে পরিচয় আছে।’
কিন্তু রাসেলের নিয়োগপত্রে তানভীর রহমানের সই ও সিল আছে। গুগলের হেড অফিস থেকে এগুলো পাঠালে তাতে তানভীরের স্বাক্ষর-সিল থাকার কথা নয়। আবার গুগল গুগলবিডি ডট ওআরজি ইউআরএল ব্যবহার করে না। অথচ রাসেল সিংহর নিয়োগপত্র ও আইডি কার্ডে সেটার উল্লেখ রয়েছে।
রাসেল সিনহার কাছে তার ‘চাকরি’র বিষয়ে রবিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে গুগল থেকে ফোন করা বলা হয়েছে আমার নিয়োগ বাংলাদেশে নয়, মুম্বাইতে হবে। আগামী বুধবার বা তারপর আমি ভারতে যাবো। ভিসা এখনও হয়নি। প্রসেসিং চলছে।’
কোনও সংশোধিত নিয়োগপত্র পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে রাসেল বলেন, ‘নিয়োগপত্র দেয়নি, ফোনে জানিয়েছে।’
বাংলাদেশে ‘গুগলবিডি ডট ওআরজি’র প্যাডে নিয়োগপত্র পাওয়ার পর পোস্টিং ভারতে হয় কী করে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনও জানি না। আমাকে বলা হয়েছে মুম্বাই অফিসে যোগদানের জন্য।’
যুক্তরাষ্ট্র থেকে অফার লেটার এলে তাতে তানভীর রহমানের সই, সিল থাকে কী করে- জানতে চাইলে রাসেল সিনহা আমতা আমতা করে বলেন, ‘আমি আসলে জানি না। আমাকে এক সপ্তাহ সময় দিন। ভারত থেকে ঘুরে আসি। জয়েন করে আপনাদের জানাবো।’
গুগলের সর্বপরিচিত ডোমেইন হলো গুগল ডট কম। এ ছাড়া অন্যান্য নামে তাদের ডোমেইন থাকলেও ডট কম সবচেয়ে ব্যবহৃত ও জনপ্রিয়। বাংলাদেশের জন্য গুগলের আলাদা করে ডোমেইন আছে ‘গুগল ডট কম ডট বিডি’ নামে। তানভীর রহমানের ভিজিটিং কার্ড ও রাসেল সিনহার আইডি কার্ডে এই দুটি ডোমেইন-এর নাম ব্যবহার করা হয়নি।
বাংলাদেশে গুগল ডেভেলপার গ্রুপের সাবেক ব্যবস্থাপক আরিফ নিজামী বলেন, যিনি এ ধরনের পদে (পরিচালক, পরামর্শক ইত্যাদি) নিয়োগ পান তিনি সরাসরি মিডিয়াকে কিছু বলতে পারেন না। প্রতিষ্ঠানের জনসংযোগ টিম এ তথ্য গণমাধ্যমে জানাতে পারে। গুগলে নিয়োগ পেলে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। যিনি নিয়োগ পান তাকে এসব ভালো করে বুঝিয়ে বলা হয়। এখানে যে ঘটনাটি ঘটেছে তাতে বিষয়টি নিয়ে সন্দেহের যথেষ্ট সুযোগ আছে। তিনি মনে করেন, এখানে জালিয়াতির ঘটনা ঘটে থাকতে পারে।
খবর: বাংলা ট্রিবিউন