গোপালগঞ্জ, ২০ মে সোমবারঃ আজ দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহীন হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। এসময়, সদর বাজারের কয়েকটি মুদি দোকানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এসিআই লবন রাখা ও অন্যান্য অভিযোগে মেসার্স রিয়া স্টোরকে ভোক্তা অধিকার আইন ধারা ৪১ অনুসারে ৫০০০ টাকা ,মেসার্স জামান ট্রেডার্সকে ২০০০ টাকা, মেসার্স সালমান স্টোরকে ৫০০০ টাকা, মেসার্স অরুণ টেলিকম ২০০০ টাকা এবং মেসার্স জিল্লাল এন্টারপ্রাইজকে ১০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ও জরিমানা আদায় করা হয়। এসময় উদ্ধারকৃত এসিআই’এর ১২৫ কেজি লবন ধ্বংস করা হয়।
অভিযানে গোপালগঞ্জ সদর থানার পুলিশ সদস্যরা ছাড়াও, জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক জনাব মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।