ভোক্তাকণ্ঠ ডেস্ক
গ্রামীণ ৫৮ শতাংশ নারীর নিজস্ব কোনো মোবাইল ফোন নেই। শহুরে নারীরা এ ক্ষেত্রে সামান্য এগিয়ে। তাদের সংখ্যা ৪৩ শতাংশ। তবে পুরুষেরা বেশ এগিয়ে। মোবাইল ফোন নেই, এমন পুরুষের পরিমাণ শহরে ১৮ শতাংশ, আর গ্রামে ২২ শতাংশ।
গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যায়। সানেম ও বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ আয়োজনে সম্প্রতি প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
মূল বিষয় ছিল ‘বাংলাদেশের জেন্ডার সংবেদনশীল বাজেটবিষয়ক বিশ্লেষণ ও মূল্যায়ন’।
প্রতিবেদন বলা হয়েছে, বাংলাদেশের ৯৬ শতাংশ নারী কখনো কম্পিউটার ব্যবহার করেননি। শহুরে নারীরা এ ক্ষেত্রে সামান্য এগিয়ে থাকলেও অবস্থা তেমন ভালো নয়। তাদের কেবল ১৩ শতাংশ কম্পিউটার ব্যবহার করেছেন। জরিপে অংশ নেওয়া এই নারীরা বয়সে তরুণ।
প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হারও অত্যন্ত কম। দেশে ৮৫ শতাংশ নারী কখনো ইন্টারনেট ব্যবহার করেননি। কেবল গ্রামীণ নারীদের কথা বলা হলে পরিমাণটা ৮৭ শতাংশ। আর শহুরে নারীদের বেলায় সেটা ৭৭ শতাংশ। যদিও পরিসংখ্যানটিতে কেবল তরুণীদের কথা বলা হয়েছে।
অথচ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, গত জুলাইয়ের শেষে দেশে নারী-পুরুষ মিলিয়ে মোট মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। একই হিসাবে দেশের ব্রডব্যান্ডের গ্রাহক সংখ্যা ১ কোটির কিছু বেশি।
বাংলাদেশ মহিলা পরিষদের প্রেসিডেন্ট ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন সানেমের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী ইশরাত শারমিন। স্বাগত বক্তব্য দেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। প্রতিবেদন তৈরির গবেষক দলে ছিলেন সায়মা হক বিদিশা, ইশরাত শারমিন, ওমর রাদ চৌধুরী, সৈয়দা তাসফিয়া তাসনিম, শাফা তাসনিম, হালিমা বিনতে ইসলাম ও নাইম রহমান খান।