ভোক্তাকন্ঠ ডেস্ক
সরকারি-বেসরকারি চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নিতেন তারা গ্রেফতার প্রতারকচক্রের ১৩ জন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৬ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-২-এর একটি দল।
র্যাব জানায়, গ্রেফতাররা রাজধানীর পল্লবীতে অফিস খুলে দেশের বিভিন্ন এলাকার চাকরিপ্রত্যাশীদের টাকার বিনিময়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগের কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। চক্রটির সদস্য সংখ্যা প্রায় ৪০-৫০ জন। তাদের বড় একটি অংশ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে।
গ্রেফতাররা হলেন- শামীম হোসেন, রেবেকা সুলতানা, মো. ওমর ফারুক, শহিদুল ইসলাম, মো. ইমরান, শরীফুল ইসলাম, আল-আমিন, কাজী হাবিব, মাহাবুবুর রহমান ওরফে সরোয়ার, রুবেল শেখ, আব্দুল মতিন, সাইফুল ইসলাম ভূঁইয়া, রফিকুল ইসলাম খোকা।
গ্রেফতারদের কাছ থেকে তিনটি অফিস আদেশ, তিনটি আবেদন ফরম, বিভিন্ন ব্যাংকের চারটি চেক, তিনটি চেকের ফটোকপি, আটটি খালি ও সই করা স্ট্যাম্প, আট সেট জীবনবৃত্তান্ত, রাষ্ট্রীয় কাজে ব্যবহার্য লেখা দুটি খাম, নগদ ৮৪ হাজার ৪০০ টাকা, বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট, ই-ভিসার ছবি, ২২টি মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ অধিনায়ক (সিও) লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।