ভোক্তাকন্ঠ ডেস্ক:
রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের অনুমতি থাকলেও অধিকাংশই তা মানছেন না। চুক্তিতে যাত্রী নিচ্ছেন তারা। এজন্য নগরীর মোড়ে মোড়ে দেখা যায় মোটরসাইকেলের জটলা। যানজটও লেগে যায় অনেক সময়। সব চেয়ে বড় কথা হলো এত করে চরম নিরাপত্তা হীনতার মধ্যে পরতে হচ্ছে গ্রাহকদের।
পুলিশ বলছে, অ্যাপ ছাড়া মোটরসাইকেল বা প্রাইভেটকারে যাত্রী পরিবহন শাস্তিযোগ্য অপরাধ। নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএও বলছে, এটি বৈধ নয়। এ নিয়ে অভিযান চালানো হয়। বিষয়টি দুই পক্ষের সমঝোতায় হচ্ছে বলে অপরাধী চিহ্নিত করা যাচ্ছে না।
নগরীর সড়ক মোড়গুলো পরিদর্শন করে দেখা গেছে, প্রায় প্রতিটি মোড়েই বিপুল সংখ্যক চালক মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন। রিকশা-সিএনজিসহ অন্যান্য পরিবহনের মতো ডেকে ডেকে যাত্রী তুলতে দেখা গেছে অনেককে। এতে মোড়গুলোতে জটলা লেগেই থাকে। দায়িত্বরত ট্রাফিক পুলিশরা এ চালকদের নিয়ে রীতিমতো বিরক্ত। মামলা দিয়েও লাভ হচ্ছে না বলে জানান তারা।
শুধু নগরীর বড় বড় রাস্তার মোড় নয়, অলিগলিতেও দেখা মেলে মোটরসাইকেলের জটলা।। কোনও রাইডারই অ্যাপে যেতে রাজি হচ্ছেন না। এতে চালকরা কিছুটা লাভবান হলেও দেখা দিচ্ছে নিরাপত্তার প্রশ্ন।
এদিকে অ্যাপ ছাড়া যাত্রী পরিবহন করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রীকেও পড়তে হবে শাস্তির মুখে।
বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘অ্যাপ ছাড়া যাত্রী পরিবহনের অনুমতি নেই। এতে যাত্রীরা নিরাপত্তা হুমকিতে থাকে। আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। যাত্রীদেরও সতর্ক থাকার অনুরোধ করেছি।’