খুলনায় চিংড়িতে জেলি মিশ্রণের দায়ে চার ব্যবসায়ীকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ জুন) দিনগত রাত ১০টায় র্যাব-৬ খুলনার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উত্তম সরকার (৩২), মো. বাপ্পারাজ সরদার (২৫), হাফিজুল গাজী ওরফে সালাউদ্দিন (৩৩) ও আলামিন সরদার(২৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খানজাহান আলী সেতুর টোল প্লাজার সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এক হাজার চারশত কেজি জেলি দেয়া চিংড়িসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।