সারাদেশে চলছে ভোক্তা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানগুলোতে অভিযান। দিন দিন বেড়েই চলেছে ভোক্তাদের সাথে প্রতারণা।যার ফলে ভোক্তারাও অতিষ্ঠ।
ভোক্তারা সাধারনত কয়েকটি ক্ষেত্রে বেশী প্রতারিত হয়। যার মধ্যে মূল্যের তালিকা প্রদর্শন না করে ও প্রতিশ্রুতি ভঙ্গ করে পণ্য বিক্রি অভিযোগটি অন্যতম।
এগুলোই তদারকি করতে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
এরই ধারাবাহিকতা অনুযায়ী ,ময়মনসিংহ জেলার তারাকান্দায় মেসার্স আল্লাহর দান গোস্তের দোকান,মেসার্স ইমরান এন্টারপ্রাইজ,সাইদুল মাংসের দোকান ও হুজাইফা খেজুরের আরৎকে যথাক্রমে ৩৮,৪৫,৩৮ ও ৪৫ধারানুযায়ী যথাক্রমে ২০০০,৫০০০,২০০০ও২০০০০ টাকা করে সর্বোমোট ২৯,০০০টাকা অর্থদন্ড করেছেন ভোক্তা অধিদপ্তর,ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।