ভোক্তাকন্ঠ ডেস্ক: সরকার নির্ধারিত দামের চেয়ে যারা ভোজ্যতেলের দাম বেশি নেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এক বৈঠকে এ ঘোষণা দেন তারা।
দাম নিয়ে দেশজুড়ে অস্থিরতার মধ্যে সরকার ভোজ্যতেল আমদানিতে ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে। এরপরও তেলের দাম নিয়ে সমালোচনার কমতি নেই। এ সমালোচনার মধ্যেই বৈঠকে বসেন তারা। দুপুরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুুবুল আলম বলেন, সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছেন। যারা এর বেশি দামে তেল বিক্রি করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। কেউ দাম বেশি নিলে এর দায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নেবে না।
বৈঠকে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ, সদস্য জামাল উদ্দিন, শাহেদুল আলম, আবুল বশর, আড়তদার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, ডাল মিল সমিতির সাধারণ সম্পাদক পরিতোষ মহাজনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সৈয়দ ছগীর আহমদ বলেন, ভোজ্যতেল নিয়ে এমনিতেই সমালোচনা চলছে। আমাদের ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে অবগত। এর মধ্যে প্রশাসন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। কেউ বেশি দামে তেল বিক্রি করলে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলে সংগঠনকে দায়ী করা যাবে না। তবে ব্যবসায়ীদের অযথা হয়রানি না করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।