তেলের দাম বেশি নেওয়ায় চট্টগ্রামে ভোক্তা অধিকারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

তেলের দাম বেশি নেওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকাল ১১টায় খাতুনগঞ্জ ও চকবাজারের চন্দনপুরা এলাকায় অভিযান প‌রিচালনা করে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। এসময় তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে খাতুনগঞ্জ এলাকার মেসার্স হরি মোহন বিশ্বাস-কে বাড়তি মূল্যে তেল বিক্রয়ের দায়ে ৫০ হাজার টাকা, চকবাজারের চন্দনপুরা এলাকার লুক এন্ড সী নামের একটি মুদির দোকানকে ৫ লিটার তেলের বোতল এমআরপির চেয়ে বেশি বিক্রয়ের দায়ে ১৫ হাজার টাকা এবং একই এলাকার প্রেসক্রিপশন পয়েন্ট নামক ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: দিদার হোসেন।

আরইউ