রোজার আগে সয়াবিন তেল ও চিনির দাম বাড়াল টিসিবি। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে সংস্থাটি প্রতি লিটার তেল ১০০ টাকা দরে বিক্রি করছে যা এর আগে ছিল ৯০ টাকা। এ নিয়ে জানুয়ারির পর দুই দফায় লিটারে ২০ টাকা বাড়ল টিসিবির সয়াবিন তেলের দাম।
শুধু সয়াবিন তেল নয় , এ দফায় চিনির দামও বাড়িয়েছে টিসিবি । ৫ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা । তেল ও চিনির দাম বাড়ানোর আগে টিসিবি মসুর ডাল ও পেঁয়াজের দাম বাড়িয়েছিল । নথিপত্রে দেখা যায় , ফেব্রুয়ারি মাসের তুলনায় মসুর ডাল ও পেঁয়াজের দাম এখন কেজিতে ৫ টাকা বেশি । সংস্থাটি মসুর ডাল ৫৫ ও পেঁয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রি করছে। এছাড়া খেজুর বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।
প্রথম আলো থেকে জানা যায় টিসিবি মুখপাত্র মো. হুমায়ূন কবির বলেন, বাজারে পণ্যের দাম বেশি থাকায় টিসিবি মূল্য সমন্বয় করেছে। নইলে টিসিবির পণ্য নিয়ে অসাধু কাজ হওয়ার আশঙ্কা থাকে।
টিসিবির পণ্যে ক্রেতারা একসঙ্গে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার তেল কিনতে পারবেন। টিসিবির অনলাইন কার্যক্রমে শুধু পেঁয়াজ কেনা যাবে।
সারা দেশে ৫০০ ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ১০০টি ঢাকায় ও ২০টি চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় থাকবে। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলা সদরে পরিবেশকদের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
সূত্রঃ প্রথম আলো