রাজবাড়ী, ২৫ জুন মঙ্গলবারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে সদর উপজেলার বাণিবহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে পন্ডিত মেডিকেল হল ও রাজু মেডিকেল হলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় যথাক্রমে ২,০০০ ও ৩,০০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শণ না করার দায়ে এসএস কৃষি বীজঘরকে ৩৮ ধারায় ১,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬,০০০ টাকা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শণ করে পরামর্শ দেওয়া হয়। অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর রাজবাড়ী।