ঢাকা, ২৩ মে বৃহস্পতিবারঃ রাজধানী ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত অভিজাত কয়েকটি রেস্তোরাঁয় আজ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। এসময় বিপুল পরিমাণ পুরনো বাসি ইফতার বিক্রয়ের উদ্দেশ্যে কাঁচা মাংসের সাথে ফ্রিজের একই চেম্বারে খোলা অবস্থায় সংরক্ষণের অপরাধে ক্যাফে ধানমন্ডি, সুচিলি রেস্টূরেন্ট, বিয়ে বাড়ি রেস্তোরাঁকে ১ লাখ করে মোট ৩ লাখ টাকা অর্থ জরিমানা আরোপসহ রেস্টূরেন্ট তিনটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। একই অভিযানে, অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের জন্য লাইলাতি রেস্টূরেন্ট ও পিন্টূ মিয়ার ইফতারি কে ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ ও আদায় করা হয়।