নরসিংদী, ৩ নভেম্বর রোববারঃ জাতীয ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, রোজিনা সুলতানার নেতৃত্বে আজ জেলার মাধবদী বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়েছে। এসময় মূল্য তালিকা না থাকায়,পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭, ৩৮ এবং ৫৩ ধারায় ৪ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকের টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।