নিজস্ব প্রতিবেদক:
নাগেশ্বরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়ীর ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার এ অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পবিত্র কুমার রায় জানান, দোকানে মুল্য তালিকা ও খাবারের প্যাকেটে মেয়াদ উর্ত্তীনের তারিখ না থাকায় উপজেলার কলেজ মোড়স্থ ভাই ভাই ফল ভান্ডারের স্বত্তাধিকারী শামছুল হকের ১০ হাজার, খাবার খোলা রাখা, মিষ্টি ও দইয়ের মুল্য তালিকা ঝুলানো না থাকায় বাসস্ট্যান্ডের নিরিবিলি হোটেল এন্ড রোস্তরার স্বত্তাধিকারী আব্দুস সাত্তরের ৩ হাজার এবং দোকানে মুল্য তালিকা ঝুলানো না থাকায় ও সয়াবিন তেল ওজনে কম বিক্রি করায় সাপখাওয়া বাজারের মুদি দোকানী ফজলুল করিমের সতর্কতামূলক ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে নাগেশ্বরী থানা পুলিশ সহযোগীতা করেন বলেও জানান তিনি।
আরইউ