ঢাকা, ১৯ জুন বুধবারঃ জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা, বিএসটিআই কর্তৃক গত ১৫ মে লাইসেন্স স্থগিত হওয়া প্রাণ এগ্রো লিমিটেডের গুঁড়া হলুদ, কারি পাউডার আর লাচ্ছা সেমাই মানসম্পন্ন বলে ঘোষণা করে উৎপাদক প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে বিএসটিআই। ফলে প্রাণ গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা সেমাই উৎপাদন, বিক্রয় ও বিপণনে কোনো বাধা দূর হয়েছে।
উল্লেখ্য গত ২৩ মে, ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট। এবং এর ১ মাস ৪ দিন আগে, বিএসটিআই নিম্নমানের পণ্য হিসাবে চিহ্নিত ৫২টি খাদ্যপণ্যের মধ্যে ৭ উৎপাদক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল এবং ১৮টি পণ্য উৎপাদনের অনুমোদন স্থগিত করেছিল। একই সাথে, বিজ্ঞপ্তি প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পাশাপাশি সংরক্ষণ ও সবরকমের বাণিজ্যিক প্রচার বন্ধ করারও নির্দেশ দিয়েছিল জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা।