প্রবৃদ্ধি অর্জনে দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় নম্বরে আছে বাংলাদেশ

বুধবার ‘সাউথ এশিয়ান ইকোনমিকস বাউন্স ব্যাক বাট ফেস ফ্রাজাইল রিকোভারি’ শীর্ষক এক প্রতিবেরিহিত বিশ্বব্যাংক জানিয়েছে, প্রবৃদ্ধি অর্জনে দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় নম্বরে আছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি জানায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি অর্থবছরে সবচেয়ে ভাল করবে মালদ্বীপ। তারপর বাংলাদেশ। তারপরের অর্থবছরেও সবচেয়ে ভাল করবে মালদ্বীপ, তারপর ভারত এবং তৃতীয় স্থানে চলে যাবে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি নিয়ে নতুন করে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। পূর্বাভাসে সংস্থাটি বলছে, প্রবৃদ্ধি অর্জনে এ অঞ্চলের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে মালদ্বীপ, তারপরই বাংলাদেশের অবস্থান। চলতি ২০২১ অর্থবছর শেষে দক্ষিণ এশিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ দশমিক ২ শতাংশ। তবে ২০২২ সালে প্রবৃদ্ধির এ হার কমে দাঁড়াবে ৪ দশমিক ৪ শতাংশে।

বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১ অর্থবছর শেষে মালদ্বীপের প্রবৃদ্ধি হবে ১৭ দশমিক ১ শতাংশ, যা ২০২২ অর্থবছরে কমে দাঁড়াবে ১১ দশমিক ৫ শতাংশ। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ২০২০-২১ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে (জুন-জুলাই) প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হতে পারে।