মুন্সিগঞ্জ, ২৭মে সোমবারঃ সারাদেশে চলছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কর্তৃক ভেজাল আর অনিয়ম বিরোধী অভিযান।তেমনি ভাবে আজ মুন্সিগঞ্জের টংগিবাড়ী এলাকার বেশ কয়েকটি দোকানে চালানো হয় অভিযান।অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর মুন্সিগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক আসিফ আল আজাদ এর নেতৃত্বে।
তার কাছে অভিযানের কারন জানতে চাইলে তিনি জানান,আমাদের কাছে কিছু অভিযোগ গিয়েছিলো। তার ভিক্তিতে হঠাৎ করে আজকা আমরা এই অভিযানটি চালাই এবং মডার্ণ ফার্মেসি ও আনোয়ার ফল ভান্ডারকে অভিযোগের আওতায় প্রমাণ সমেত মামলা দায়ের ও অর্থদন্ড প্রদান করি।
আলোচ্য বিষয় হলো,উক্ত মডার্ণ ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ৫১ ধারানুযায়ী ৩০০০ টাকা এবং আনোয়ার ফল ভান্ডার-কে অতিরিক্ত দাম আদায়ের লক্ষে মূল্যের তালিকা প্রদর্শন না করায় ৩৮ধারা অনুযায়ী ১০০০ টাকা জরি মানা করেন।
খবর সংগ্রহ ও সম্পাদনা-অভিযোগ কেন্দ্র-০১৯৭৭০০৮০৭১