২৩ মে, বৃহস্পতিবারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে এবং র্যাব-১৪ এর এএসপি জুনায়েদ আহাম্মেদের উপস্থিতিতে নকলা উপজেলায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। নকল সেমাই এবং চানাচুর কারখানাকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা ৪২ ও ৪৪ অনুসারে ২৫,০০০ টাকার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে প্রায় ৪০০ প্যাকেট নকল সেমাই ও ১৫ কেজি চানাচুর ধ্বংস করা হয়।
ফেনী সদরের নতুন বাজার, লালপোলে পরিচালিত অভিযানে নুরুন্নবী মাংস দোকান ও আবদুল হাই মাংস দোকানকে মূল্য তালিকা না রাখার অপরাধে ২০০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বাজারের মুন্না স্টোরকে ৩০০০, ইসলামিয়া স্টোর -৩০০০, হানিফ স্টোর ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মা মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ন ওষুধের জন্য ৫০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত নিষিদ্ধ এসিআই’র ৫ কেজি লবন ধ্বংস করা হয়।