নিজস্ব প্রতিবেদক:
কন্জুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রণীত খসড়া জ্বালানি রূপান্তর নীতির উপর নাগরিকদের সাথে মতবিনিময় করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় বরিশালের সেলিব্রেশন পয়েন্ট মিলনায়তনে ক্যাব বরিশাল জেলা শাকার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ক্যাব জেলার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব’র সহ সভাপতি ও জ্বালানী উপদেষ্টা অধ্যাপক এম.শামসুল আলম। প্রবন্ধের উপর অলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোঃ তানজিম উদ্দিন খান।
অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন,উজোপার্টিকো’র নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আলিফ-ই-ইলাহি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মল্লিকা সাহা।
এরপর মুক্ত আলোচনায় অংশ নেয় বাসদ বরিশালের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মান, ওয়ার্কার্স পার্টির বরিশাল বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, জাসদের বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট আবদুল হাই মাহাবুব, ডেইলি স্টারের সাংবাদিক সুশান্ত ঘোস, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বরিশাল বিভাগের আহ্বায়ক হুমায়ূন মাহাবুব, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুস্প রানী চক্রবর্তী, সুজন বরিশালের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন, সনাক, বরিশালের সভাপতি প্রোফেসর শাহ সাজেদা, মেট্রোপলিটন প্রেসক্লাব বরিশাল’র সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর কহিনুর বেগম, একাত্তর টিভির বরিশাল প্রতিনিধি মিঃ বিধান সরকার, সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য সচিব এনায়েত হোসেন শিবলু, গনসংহতি, বরিশাল’র আহ্বায়ক দেওয়ান নিলু, মানিক মিয়া মহিলা কলেজের প্রভাষক শিবানী চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল ক্যাবের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত, অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাব বরিশাল’র সাংগঠনিক সম্পাদক শুভংকর চক্রবর্তী।
সভার বক্তারা বলেন, ক্যাবের এই আয়োজন সময় উপযুগি এবং জ্বালানি বিষয়ক আন্দোলন আরও শক্তিশালী করবে। ক্যাবকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভিত্তিক সচেতনতা ও অধিকার বোধ সৃষ্টিতে ছাত্রদের মাঝে কর্মসূচি নেয়ার আহ্বান করেন। এছাড়া আমাদের কর্মীদের নিয়ে আরো কর্মসূচি গ্রহণ করা দরকার বলে মত প্রকাশ করেন।
আরইউ