ঢাকা, ১৮ জুলাই বৃহস্পতিবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধায়নে সহকারী পরিচালক আফরোজা রহমান ও সহকারী পরিচালক মাসুম আরেফিন, গতকাল রাজধানীর কারওয়ান বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছেন।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ধরনের মসলার বাজার মূল্য পর্যবেক্ষণ করেন তাঁরা। অভিযানকালে মূল্য তালিকা না টানানোর অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়। নিত্যপণ্য বিশেষ করে পেঁয়াজ, আদা ও রসুনের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়। এসময় তাদের প্রতিটি পণ্যের মূল্যের তালিকা সঠিকভাবে প্রদর্শনের দিক নির্দেশনা দেয়া হয়।