অসাধু ব্যবসায়ী অথবা দোকানীগণ যেমনি বিভিন্ন পন্থা অবলম্বনে গ্রাহককে ঠকায়,তেমনি তাদের বধ করতে মাঠে পর্যায়ে কঠোর ভাবে দায়িত্ব পালন করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
আর এই জন্যই ,ভোক্তা অধিদপ্তরের ধারাবাহিক অভিযানে এবার অর্থদন্ডে দণ্ডিত হয় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার লক্ষী বেকারী।
লক্ষী বেকারী-কে অস্বাস্থকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাবার তৈরীর অপরাধে ৪৩ধারা অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন অত্র জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য ৪৩ধারা হচ্ছে যে ,মানুষের জীবনের জন্য ক্ষতিকারক কোনো প্রক্রিয়ায় কোনো পণ্য প্রক্রিয়াকরন করলে অত্র লোক অথবা ব্যবসায়ী অর্থদন্ড সহ কারাদন্ড যোগ্য।