বোতলের সয়াবিন ড্রামে ভরে বাড়তি দামে বিক্রি

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলায় বোতল ভর্তি সয়াবিন তেল ড্রামে ভরে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(১৭ মে) উপজেলার গিলাতলা বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়।

মজুদকৃত বোতলজাত ৬০০ লিটার সয়াবিন তেল সাধারণ ক্রেতাদের মধ্যে বোতলের গায়ে লেখা পূর্বের দামে বিক্রি করা হয়।

এ নিয়ে গত এক সপ্তাগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে নয় হাজার লিটার তেল উদ্ধার এবং এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হল।

এসময় উদ্ধারকৃত তেল ন্যায্য মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

অধিদপ্তরের বাগেরহাট জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, পূর্বের মজুদকৃত বোতলজাত সয়াবিন তেল খুলে বর্তমানে বেশি দামে খোলা তেল হিসেবে বিক্রি করছিল কতিপয় অতি মুনাফা লোভী ব্যবসায়ী। অভিযান পরিচালনাকালে হাতেনাতে প্রমান পাওয়ায় রামপালের গিলাতলা বাজারে মেসার্স ফাতেমা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় পূর্বের মজুদকৃত বোতলজাত ৬’শ লিটার সয়াবিন তেল সাধারণ ক্রেতাদের মাঝে পূর্বের মূল্যে সরেজমিনে বিক্রি করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এসময় ব্যবসায়ীদের অবৈধ মজুদ থেকে বিরত থাকা, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়।

এ অভিযান পরিচালনাকালে ক্যাব বাগেরহাট জেলার সভাপতি বাবুল সরদার সহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আরইউ