গাজীপুর, ২৬ মে রবিবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা বাজারে আজ বিশেষ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক রিনা বেগমের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় তিনি এলাকার বেশ কয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৮ ও ৪৫ নং ধারা অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের যথাযথ সরবরাহ না করার অপরাধে মামলা দায়ের করেন ও জরিমানা প্রদান করেন।
তিনি জানান, হাফিজ এন্টারপ্রাইজ ও মুকুল এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে ভোক্তাদের প্রতিশ্রুতি পণ্য বা সেবা প্রদানে অনিয়ম করে আসছিল। যথাযথ প্রমানের ভিত্তিতে আজ আমরা এই অভিযানটি পরিচালনা করি এবং তাদেরকে অর্থদন্ডে দন্ডিত করি। প্রতিষ্ঠান দু’টিকে ৪৫ নং ধারা অনুযায়ী তিন হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পার্শ্ববর্তী প্রতিষ্ঠান ইয়াসিন ব্রয়লার, ফরিদ ব্রয়লার হাউস এবং মোশারফ ব্রয়লারকে ৩৮ নং ধারা অনুযায়ী পণ্যে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকেই পাঁচ হাজার করে মোট পনেরশ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
খবর সংগ্রহ ও সম্পাদনা– ভোক্তাঅভিযোগ কেন্দ্র-০১৯৭৭০০৮০৭১