ভোক্তা অধিদপ্তর: ২৫ প্রতিষ্ঠানকে ১.২৯ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১৩টি টিম কর্তৃক ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় নিত্যপণ্যের বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ২৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এই অধিদপ্তরের কর্মকর্তাদের দ্বারা ঢাকাসহ সারাদেশে নিত্যপণ্যের বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান/তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

জানা যায়, ঢাকা মহানগরীর বাবু বাজার, নয়া বাজার এবং শান্তিনগর বাজার এলাকায় অধিদপ্তরের ৩টি টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমে অধিদপ্তরের ২ জন কর্মকর্তার অংশগ্রহণে ২টিম কর্তৃক বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

তদারকিকালে বাজারে চাল ও ভোজ্যতেলের মজুদ, মূল্য, ক্রয়-বিক্রয় রসিদ, মূল্য তালিকা ইত্যাদি পরিবীক্ষণ করা হয়। এসময় বাজারে ন্যায্যমূল্যে চাল ও ভোজ্যতেল বিক্রয়, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

পাশাপাশি বাজারে পেঁয়াজ, আদা, রসুন, চিনি, কাঁচা সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে এবং আইন মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য হ্যান্ডমাইকে সতর্ক করা হয়।

এছাড়াও ফার্মেসী, মিষ্টির দোকান ও রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, বাসী খাবার সংরক্ষণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ভোক্তা সহনীয়পর্যায়ে রাখতে সারাদেশে অধিদপ্তরের মনিটরিং জোরদার করা হয়েছে এবং বাজারে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসময় ব্যবসায়ীদের আইন মেনে ও নীতি নৈতিকতা বজায় রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনার আহবান জানান তিনি।

আরইউ