ধরুন আপনি ১৯২ গ্রামের প্যাকেটে ৬০০ টাকা কেজি দরে এক কেজি মিষ্টি কিনলেন। তাহলে আপনার পকেট থেকে প্রায় ১২০ টাকা এমন চলে গেল। তার মানে হলাে-শুধু আপনি ওই মিষ্টির প্যাকেটটিই কিনলেন ১২০ টাকা দিয়ে।
আর এভাবেই লােক ঠকিযে, ওজনে কারচুপি করে ব্যবসা করছিলেন চান্দিনার একাধিক মিষ্টি ব্যবসায়ী।
রমজান ও আসন্ন ঈদুল ফিতরে ভোক্তা অধিকার নিশ্চিতকরণে চলমান বিশেষ সেবা সপ্তাহের ষষ্ঠ দিনে আজ ৫ মে, ২০২১ খ্রি. বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং চান্দিনা উপজেলাপ্রশাসনের সার্বিক সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে চান্দিনার মাধাইয়া বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ওজনে কারচূপি করা, প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ও বীজ বিক্রয়ের মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ১৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও অভিযানের সময় মাধাইয়া বাজারের নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা হয়।
ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০ লিফলেট ও মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। তদারকিকালে হ্যান্ড মাইকের মাধ্যমে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা এর ফেসবুক পেজ থেকে নেওয়া।