ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলায় গত ১৬ মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পক্ষ থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। ভোলা জেলার সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়।
তিনি জানান, এলাকার কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়। এসময় মেসার্স বাদল স্টোরকে (ধারা ৫১) অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের কারনে ৩ হাজার টাকা, সাথী স্টোরকে (ধারা ৫০) অনুযায়ী নকল পণ্য প্রস্তুত বা উৎপাদনের অভিযোগে ৩ হাজার টাকা এবং ইউসুফ হোটেল এন্ড রেস্টুরেন্টকে (ধারা ৪৩) অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকার অর্থ-দন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমান আদালত