বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে শর্তসাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
করোনার দুই ডোজ টিকা নেওয়া আমিরাতের রেসিডেন্স ভিসাধারীদের জন্য নতুন এ ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) থেকে এ ঘোষণা কার্যকর হবে।
দেশটির আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ অথোরিটির (আইসিএ) বরাতে খালিজ টাইমস এ খবর জানিয়েছে।
তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তান।
খালিজ টাইমসের খবর অনুযায়ী, দুই ডোজ টিকা নেওয়া যেসব ভিসাধারী এমন কোনো দেশে অবস্থান করছিলেন যেখান থেকে আগে ভ্রমণ নিষিদ্ধ ছিল, তারা এখন নতুন করে দেশটিতে যাওয়ার আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় অনুমোদনের জন্য আইসিএ’র ওয়েবসাইটে আবেদন করতে হবে। এবং ভ্রমণ শুরুর আগে টিকা নেওয়ার সার্টিফিকেট দেখাতে হবে।
ভ্রমণের সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
ভ্রমণ শুরুর আগ মুহূর্তে আবারও র্যাপিড পিসিআর টেস্ট করাতে হবে এবং আমিরাতে যাওয়ার চতুর্থ এবং অষ্টম দিয়ে আবারও টেস্ট করাতে হবে।
১৬ বছরের কম বয়সী শিশুরা এ নিয়ম থেকে ছাড় পাবে।