ভোক্তাকন্ঠ ডেস্ক:
রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানাতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
নিউ সুপার মার্কেট (দক্ষিণ) বণিক মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ বাংলানিউজকে বলেন, ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের মারামারি হয়েছে। আমাদের ব্যবসায়ীদের অনেকে আহত হয়েছেন।
অন্যদিকে শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে।
শিক্ষার্থীদের ছুরিকাঘাতের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। এরপর ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টার হামলার ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) রুমি তাবরেজ বলেন, নিউমার্কেটের একজন ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বররে ফোন করে বলেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের দোকান–পাটে হামলা করেছেন এবং মার্কেটের গেট বন্ধ করে রেখেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। রাত্রিকালীন দায়িত্বরতরা ছাড়াও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছেন বলে জানান এসআই রুমি।